ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

গ্রীসকে ভারতের অনেক কিছু দেওয়ার এবং নেয়ার আছে : গ্রিসের রাষ্ট্রদূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ১৫ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ২০:০৮, ১৫ ডিসেম্বর ২০২৩

ভারতে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূত দিমিত্রিওস ইয়োননু বলেন, গ্রিসকে ভারতের অনেক কিছু দেওয়ার আছে এবং গ্রীস থেকে নেয়ার আছে। চলতি বছরের আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্রিস সফরের পর দুই দেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

দু'দেশের সম্পর্কের কথা উল্লেখ করে ইয়োননু বলেন, ভারত ও গ্রিসের মধ্যে সম্পর্ক সবসময়ই 'খুব ভালো' ছিল। তিনি গ্রীসকে ইউরোপের জন্য ভারতের প্রবেশদ্বার বলে অভিহিত করেন। তিনি বলেন যে, গ্রীস ভারতীয়দের গ্রীসে আসার এবং বিনিয়োগের প্রচুর সুযোগ দেয়। আরোও

যোগ করে বলেন, এথেন্স এবং থেসালোনিকির মতো গ্রীক শহরগুলি ভবিষ্যতে ভারতীয়দের জন্য পরবর্তী দুবাই হয়ে উঠতে পারে।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে দিমিত্রিওস ইয়োননু বলেন, গ্রিস-ভারত সম্পর্ক সবসময়ই খুব ভালো ছিল। যদিও আমরা ভৌগলিকভাবে অনেক দূরে। গত আগস্টে প্রধানমন্ত্রী মোদীর গ্রিস সফরের পর এবং অর্থনৈতিক করিডোর ঘোষণার পরে তারা আমাদের সামনে যে সম্ভাবনা উন্মোচন করছে, আমি মনে করি যে এই অনুভূতিতে উপাদান যুক্ত হবে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সত্যিই খুব আশাব্যঞ্জক কারণ আমি মনে করি যে গ্রীসকে ভারতের অনেক কিছু দেওয়ার আছে এবং এর বিপরীতে নেয়ার আছে।

তিনি বলেন, গ্রিসের ভারতকে অনেক কিছু দেওয়ার আছে কারণ দুই দেশের মধ্যে কিছু পরিপূরক রয়েছে। আমরা সর্বদা বলি যে গ্রীস হয়ে উঠতে পারে ইউরোপের জন্য ভারতের প্রবেশদ্বার। এটি কেবল ভৌগলিক দৃষ্টিকোণ থেকে একটি প্রবেশদ্বার নয়। একটি কার্যকরী প্রবেশদ্বার কারণ গ্রীস ভারতীয়দের বিনিয়োগ করতে এবং গ্রীক অর্থনৈতিক ও সামাজিক জীবনে সক্রিয় হওয়ার জন্য প্রচুর সুযোগ সরবরাহ করছে। তাই আগামী দুই বছরে এই সম্পর্ক সত্যিই আরও ঘনিষ্ঠ হবে।

অক্টোবরে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের আমন্ত্রণে প্রথমবারের মতো গ্রীস সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৪০ বছরের মধ্যে তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি গ্রিস সফর করেছেন। ১৯৮৩ সালে ভারত থেকে গ্রিসে সর্বশেষ প্রধানমন্ত্রীর সফর হয়েছিল।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি